অদ্ভুত বাবা

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমার বাবা অদ্ভুত হলেও একজন মজার মানুষ। একদিন আমার বাবা কয়েল ধরাতে চুলার পাশে গেলেন। কিন্তু আনমনা হয়ে কয়েলের জায়গায় নিজের হাত পুড়িয়ে ফেললেন। অন্য আরেক দিন আমার বাবা সকালে দাঁত মাজতে গেলেন। টুথপেস্ট ও ফেসওয়াশের বোতল পাশাপাশি ছিল। তিনি আনমনায় টুথপেস্টের বদলে ফেসওয়াশ দিয়ে দাঁত মেজেছিলেন। এই দৃশ্য দেখে সেদিন অনেক হেসেছিলাম। এই হলো আমার বাবার সব অদ্ভুত গুণাবলি। এ ছাড়া আমার বাবার ভালো একটি গুণ আছে। খাওয়ার সময় তিনি কোনো কথা সহ্য করতে পারেন না। তিনি খাবার খেতে বসলে সবাইকে চুপ থাকতে হয়। সেই তিনিই হলেন আমার মজাদার বাবা।