অন্ধ ভিক্ষুক

অলংকরণ: তুলি

থালা হাতে দাঁড়িয়ে থাকত অন্ধ ভিক্ষুকটি। কেউ তাকে ভিক্ষা দিত। আবার কেউ দিত না। আমি যা করতাম তা হলো থালা থেকে টাকা বা পয়সা নিয়ে তা শব্দ করে আবার সেই থালাতেই ফেলতাম। আমার কাছে বিষয়টা খুব মজার লাগত। প্রায় প্রতিদিনই বেশ কয়েকবার করতাম কাজটি। ছোটবেলায় মজা হিসেবে নিতাম বিষয়টি। তবে যখন বড় হলাম, বুঝতে পারলাম আসল ব্যাপারটা। আমি যা করেছি তা খুব খারাপ। ভিক্ষুকটি চোখে দেখত না। সে ভাবত তার থালা টাকায় ভরে উঠেছে। সংসারের আহার জোগানোর চিন্তা ঘুচে যেত মন থেকে। তবে শেষ পর্যন্ত সে নিশ্চয়ই হতাশ হতো। এখনো এটা ভেবে আমার খুব খারাপ লাগে। অন্ধ ভিক্ষুক দেখলে পকেটে যা থাকে তাই দিয়ে সাহায্য করার চেষ্টা করি। তবে মনের অনুশোচনা একটুও যেন কমে না।