আমাদের গ্রাম

অলংকরণ: রাকিব রাজ্জাক

সবার কাছেই তাদের গ্রাম খুব সুন্দর ও আকর্ষণীয় একটি জায়গা। তবে আমার কাছে আমাদের গ্রাম অতি আকর্ষণীয়। তার একটা কারণও আছে বটে। আমাদের গ্রাম আর পাঁচটা গ্রাম থেকে একটু ভিন্ন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তো বটেই, তার ওপর আমাদের গ্রামে এখনো অবধি লাকড়ির চুলা প্রচলিত আছে।

গ্রামে সাধারণত দেখা যায় পুরুষেরা কৃষিকাজ, মাছ ধরাসহ বিভিন্ন ধরনের কাজ করেন। আর নারীরা অনেকেই গৃহিণী। কিন্তু আমাদের গ্রামে প্রায় প্রত্যেক ঘরেই নারী-পুরুষ দুজনকেই ঘরের কাজ এবং বাইরের কাজ করতে দেখা যায় সমানভাবে।

এবার বলি প্রাকৃতিক সৌন্দর্যের কথা।

আমাদের গ্রামের চারদিকে শুধুই গাছপালা। গ্রামে ব্রহ্মপুত্রের একটি শাখানদ বয়ে গেছে। নদে ভরা কচুরিপানা যেন প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। আমাদের গ্রামে এখনো নৌকায় চড়ে নদ-নদী পার হতে হয়। সব মিলিয়ে আমাদের গ্রাম যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় একটি গ্রাম। পুরো ছবির মতো। আর আমাদের এই গ্রাম যেন আমাদেরই রাজ্য। আর আমরা সবাই সেই রাজ্যের রাজা। নইলে এত সুন্দর গ্রাম কাদের জন্য?

লেখক: চতুর্থ শ্রেণি, কোয়ালিটি লারনার্স হাইস্কুল, ঢাকা