আমার কাঁদার ঢং

একদিন মা আমাকে ভাত খাইয়ে দিতে চাইল, কিন্তু আমি নিজের হাতে খেতে চাই। তাই আমি কাঁদতে লাগলাম। তারপর দেখি মা মেনে নিল। তখন আমি বুঝতে পারলাম কাঁদলে সব সমাধান হয়ে যায়। তারপর একদিন মা আমাকে আগের পড়া পড়তে বলল, কিন্তু আমার পড়তে ভালো লাগে না। তাই আমি আবার কাঁদতে লাগলাম, মা মেনে নিল। তারপর অকারণে কেঁদে একদিন আমি ধরা খেয়ে গেলাম। এ জন্য কখনো অযথা কাঁদতে হয় না। ধরা খেয়ে যাবে।