ইতি প্রিয় স্কুল,

অলংকরণ: রাকিব রাজ্জাক

যেদিন প্রথম এসেছিলাম, কেমন করে তোমাকে বড় বড় চোখ দিয়ে দেখেছিলাম, তোমার মনে আছে? টিফিনে মাঠে খেলতে গিয়ে পড়ে গেলে তুমিও কি হাসতে অন্য সবার মতো? মাঠে বসে সবাই মিলে গল্প করার সময় তুমিও কি শুনতে আমাদের গল্প? আচ্ছা, আমরা যখন স্কুল পালাতাম কিংবা ঢিল মেরে আম পাড়ার চেষ্টা করতাম, তখন কি পাগলামি দেখে মুচকি হাসতে? আমাদের কিন্তু তোমার সব কথা মনে থাকবে। তোমাকে নিয়ে ঘটে যাওয়া প্রতিটি জিনিস মনে রাখব সারা জীবন। অন্য কারও দুষ্টুমি দেখতে দেখতে তুমি আমাদের ভুলে যেয়ো না কিন্তু। আমরা যেমন তোমাকে মনে রাখব তুমিও আমাদের মনে রেখো।