একটি ভয়ংকর ভূত

গভীর রাত। বিজলি চমকানোর শব্দে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ আলমারির দিকে চোখ গেল। আবছা আলোয় দেখতে পেলাম সাদা কী যেন একটা নড়ছে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। ভাবলাম, ঘুমের ঘোরে বোধ হয় ভুল দেখেছি। আবার আস্তে আস্তে চোখ খুলে সেদিকে তাকালাম। দেখলাম সাদা বস্তুটি এখনো সেখানে দুহাত প্রসারিত করে নড়ছে। কোনোমতে পাশে শুয়ে থাকা খালাতো বোনকে জাগিয়ে সেদিকে তাকাতে বললাম। আপু তা দেখে ভয়ে কথা বলতেই ভুলে গেল। দুজনেরই অবস্থা খারাপ। আমি আম্মু বলে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। এবার নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিলাম। চিৎকার শুনে আম্মু ও আব্বু দুজনেই দৌড়ে এসে রুমের লাইট জ্বেলে দিয়ে জিজ্ঞেস করল কী হয়েছে। আমি আর আপু তাড়াতাড়ি বিছানায় উঠে বসে কিছু না বলেই আলমারির দিকে তাকালাম। তাকিয়ে দুজনেই হতভম্ব হয়ে গেলাম। দেখলাম, সেখানে বাবার ঝোলানো সাদা শার্টটি ফ্যানের বাতাসে নড়ছে।