কিরিগ্যামি
এক সারি ফুলপরি
অরিগ্যামির সঙ্গে সঙ্গে এবার নিয়ে এলাম ‘কিরিগ্যামি’। নাম শুনেই মনে হচ্ছে যেন চাচাতো ভাই মামাতো ভাই টাইপের সম্পর্ক। আসলেও তা–ই, দুটিই কাগজের কারসাজি। পার্থক্য শুধু এই, কাগজ ভাঁজ করে করেই অরিগ্যামি বানিয়ে ফেলা যায়। আর কিরিগ্যামি বানাতে কাগজ ভাঁজের পাশাপাশি কাঁচির সাহায্য নিয়ে কাগজ কাটার কাজও করতে হয়। কিরিগ্যামি জাপানি শব্দ, যেখানে ‘কিরি’ অর্থ কাটা আর ‘গ্যামি’ অর্থ কাগজ। অর্থাৎ কিরিগ্যামি মানেই হলো কাগজ কাটার কাজ।
চলো আর বকবক না করে কাগজ কাটতে কাটতে বানিয়ে ফেলি কিআর জন্য কিরিগ্যামি।
১. প্রথমে একটি আয়তাকার কাগজ নাও। কাগজটি এবার চিত্রের মতো চারটি সমান ভাগে ভাঁজ করে চাপ দিয়ে মিশিয়ে নাও।
২. পেনসিলের সাহায্যে চিত্রের মতো পরির এক পাশ এঁকে নাও।
৩. এবার এক হাতে ভাঁজ করা কাগজটি শক্ত করে ধরে অন্য হাতে কাঁচি নিয়ে পেনসিলে আঁকা রেখা বরাবর কাটতে থাকো।
৪. এবার খুব সাবধানে ভাঁজ খুলতে থাকো আর ‘ম্যাজিক’ দেখো! যতগুলো ভাঁজ করেছিলে, দেখো হাত ধরাধরি করে ততগুলো পরি এসে হাজির তোমার সামনে। দারুণ না? কিরিগ্যামির মজা তো এখানেই!