বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

  • গল্প
  • কবিতা
  • কমিকস
  • সাক্ষাৎকার
  • খেলা
  • ফিচার
  • বিনোদন
  • জীবনযাপন
  • চিঠিপত্র
  • আরও
কিশোর আলোআমরা সবাই রাজা কিআ

তোমাদের লেখা

ওটা

লেখা:
রহমান শফিক সৃজন
প্রকাশ: ২৩ জুন ২০২২, ১০: ০০

নতুন বাড়িতে উঠেছি। আশপাশের প্রতিবেশীরা অবশ্য বলছিল এখানে নাকি ওই জিনিসটা থাকে। অন্ধকার হলে ওটার উপস্থিতি টের পাওয়া যায়। ওটা নাকি কামড়ে ধরে। কামড়ে ধরে রক্ত খেয়ে নেয়। আমি এতটা পাত্তা দিইনি। আজকে অনেকক্ষণ হলো কারেন্ট নেই। অন্ধকারে বসে আছি। হঠাৎ করে ওটার উপস্থিতি টের পাই। আমার হাতে এসে কামড়ে ধরেছিল। আমিও অনুমান করে হাত দিয়ে ধরে ফেললাম ওটাকে। এরপর হাত থেকে ফেলে দিলাম মশাটা।

লেখক: সপ্তম শ্রেণি, ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ

কিশোর আলো থেকে আরও পড়ুন
  • আমরা সবাই রাজা কিআ
  • আরও কিআ
  • অন্যান্য কিআ
মন্তব্য করুন