গ্রহাণু ২০২০ এসটি ১

গত ১৪ নভেম্বর পৃথিবীর কাছ দিয়ে উড়ে গেছে গ্রহাণু ২০২০ এসটি ১। গ্রহাণুটি নিয়ে ভয়ে ছিলেন বিজ্ঞানীরা। কারণ, এর আকার প্রায় ৩৫০ মিটার। পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৯ হাজার কিলোমিটার। তবে খুশির খবর যে গ্রহাণুটি পৃথিবীতে কোনো ধ্বংসলীলা চালাতে পারেনি।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি