ছাগল ও সাগর

অলংকরণ: শিখা

আমাদের এলাকায় সাগর নামের একটা ছেলে থাকে। তাকে আমরা সবাই আদর করে ‘ছাগল’ ডাকি। একদিন আমি আর আমার এক বন্ধু বসে আছি। হঠাৎ ও বলল, ‘দেখ ছাগল’, তখন আমি দেখলাম সাগর হেলেদুলে আসছে। আমি বললাম, ‘হুম্ দেখছি।’ ও আবার বলল, ‘দেখ দেখ ছাগলটার না লেজটা লাল।’ আমি বুঝলাম না সাগরের লেজ লাল মানে আবার কী? ও আবার বলল, ‘দেখ দেখ কী সুন্দর লাল। আরে সম্পূর্ণ লাল না, কালোও আছে।’ আমি তখন বললাম, ‘কোথায় ছাগলের লাল লেজ।’

ও বলল, ‘ওই যে!’ আমি ইতিউতি খুঁজে শেষ পর্যন্ত দেখলাম আমার বন্ধুর পাশে সত্যিকারের একটা ছাগল, যার লেজ লাল ও কালো।