default-image

আমি তখন ছোট, চার কি পাঁচ বছর বয়স হবে। একদিন আব্বু আমাকে একটি খেলনা জাহাজ কিনে দিল, আমি মনের সুখে খেলছিলাম। হঠাৎ ভাবলাম জাহাজ তো পানিতে চলে। যেই কথা সেই কাজ, গেলাম পুকুরপাড়ে। পুকুরে নেমে জাহাজটা পানিতে রাখলাম। সঙ্গে সঙ্গে জাহাজটা ডুবে গেল। আর তারপর আমার সে কী কান্না! এরপর আরেকটি জাহাজ কিনে দিতে হয়েছিল।

বিজ্ঞাপন
কিশোর আলো থেকে আরও পড়ুন
মন্তব্য করুন