কোনো এক দাওয়াতের অনুষ্ঠানে ১০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু মানুষ এসেছে ২০০ জন। এখন অনুষ্ঠানের আয়োজক সমস্যা সমাধানের জন্য সবাইকে জিজ্ঞেস করলেন,
‘এখানে বরপক্ষ কারা কারা?’
৩০-৪০ জনের মতো উঠে দাঁড়াল।
আবার তিনি জিজ্ঞেস করলেন,
‘এখানে কনেপক্ষ কারা কারা?
এবারও ৩০-৪০ জনের মতো উঠে দাঁড়াল।
এবার আয়োজক বললেন, ‘আপনারা দয়া করে বেরিয়ে যান, এটা আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান।
সংগ্রহে: সেজান আহমেদ
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
১ম বন্ধু: তোর রোল কত?
২য় বন্ধু: আমার রোল আটানব্বই। তোর রোল কত?
১ম বন্ধু: আমার রোল ময়দানব্বই।
২য় বন্ধু: দূর! ময়দানব্বই কারও রোল হয় নাকি?
১ম বন্ধু: তোর রোল আটা হলে আমার রোল ময়দা।
সংগ্রহে: তাসীন খন্দকার
প্রতিদিনের মতো আজকেও বিটুল দেরি করে স্কুলে গিয়েছে। স্যার ও বিটুলের কথাবার্তা—
স্যার: কী হলো, বিটুল? আজকে দেরি হলো কেন?
বিটুল: Small small ট্যাংরা fish. It is a good তরকারি। ভাত দিয়ে eat করেছি। So my
দেরি!