এমন প্রশ্ন বহুদিন ধরেই বিজ্ঞানী মহলে আলোচিত। কে বেশি হাসেন, নারী না পুরুষ? জটিল প্রশ্নই বটে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক খুঁজে পেয়েছেন এ প্রশ্নের উত্তর। তাঁরা জানিয়েছেন, পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন। আবার সামাজিক প্রেক্ষিত পরির্বতন ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীরা সমবয়সী পুরুষের চেয়ে নাকি কম হাসেন।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ম্যারিয়ান ল্যঁফ্রান্স ও তাঁর গবেষক দল নারী-পুরুষের ওপর হাসির প্রভাব ও প্রকার নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন। ২০০৩ সালে তাঁরা ১৮৬টি গবেষণা প্রতিবেদন পরীক্ষা করে এ সিদ্ধান্ত প্রকাশ করেন। মনোবিজ্ঞানী ম্যারিয়ানের ধারণা, নারীরা পুরুষের চেয়ে যেকোনো অবস্থানে সহজে মিশতে পারেন না। যার কারণে নারীরা মুখে ‘না’ বলতে পারেন না, হাসির মাধ্যমে বলেন। এ কারণেই তাঁরা বেশি হাসেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমবয়সী পুরুষের চেয়ে নারীরা হাসি কমিয়ে দেন বলে তাঁদের গবেষণায় প্রকাশিত হয়।