সেদিন খেলা চলছিল স্কুলে। ক্রীড়া সপ্তাহে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ অনেক কিছুতে অংশগ্রহণ করার ইচ্ছা আমার। তাই বাছাইপর্বে অংশ নিলাম। কিন্তু বাছাইপর্বেই বাদ পড়ে গেলাম শুরুতেই। মন খারাপ হয়ে গেল। দেখলাম আমাদের একই ক্লাসের ‘বি’ সেকশনের তিনটা ছেলে একটা ছেলের সঙ্গে কথা বলছিল। আরে, এ তো সাজিদ। এখানে কী করছে ও? দৌড়ে গিয়ে ওকে ঘুষি দিয়ে বললাম, কী রে সাজিদ, কেমন আছিস? কিন্তু ঘুষি মেরেই পড়লাম বিপদে। আসলে ছেলেটা ছিল ক্লাস টেনের। ভুল করে বড় ক্লাসের ভাইয়াকে ঘুষি মেরে দিলাম! একেই বলে ‘আকাশ থেকে পড়া'। ছেলেটার মুখ দেখে মাথাটাই ঘুরে গেল আমার। তার পরের ইতিহাস আর না-ই বলি।