নিজেকে চেনা...

আগে নিজেকে নিয়ে অনেক গর্ব হতো। একটু বেশিই ভালো ভাবতাম নিজেকে। এখন গর্বটা কমে গেছে তা কিন্তু নয়। এখনো নিজেকে অনেক ভালোই ভাবি। কিন্তু ধীরে ধীরে যখন বড় হলাম, তখন বুঝলাম ঠিক যেমনটা হলে নিজেকে ভালো বলা যায়, তেমনটা হয়তো আমি নই। আমি খারাপ, ঠিক তখনই যখন আমি পড়ার টেবিলে বইখাতা ছেড়ে রাজ্যে ঘটমান বিভিন্ন কথা ভাবতে থাকি। আমি খারাপ, যখন আমার মধ্যে ‘পাছে লোকে কিছু বলে’র মতন মনোভাব জন্মায়। যখন পৃথিবীর সামনে মুখ খুলতে না পেরে পরিবারের ওপর সেই রাগটা দেখাই, তখন আমি নিশ্চয়ই খারাপ। যখন খারাপ পথে বা খারাপ দলে মেশার ইচ্ছাটা আমার মনে জাগে, তখন আমি আর ভালো থাকি না। এতসব খারাপ গুণ থাকা সত্ত্বেও আমি নিজেকে আজও ভালো বলি। কারণ, পড়ার টেবিলে বসলে হতে পারে আমার মনোযোগ থাকে না। কিন্তু যত দেরিই হোক না কেন পড়াটা শেষ করেই আমি টেবিল থেকে উঠি। ‘পাছে লোকে কিছু বলে’ ভাবনাটা আমার মধ্যে ঠিকই কাজ করে, কিন্তু সে সম্পর্ক উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার মধ্যে রয়েছে আমার জয়। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার ঠিকই আমি করি, তবে কিছুক্ষণ পর অনুতপ্ত হয়ে ক্ষমা আমি ঠিকই চাই। হাজারো খারাপ কাজের ইচ্ছা থাকলেও আমি ভালো থাকি ঠিক তখনই, যখন সেসব খারাপ ইচ্ছা পূরণ করি না।

তাই আগে আমি না জেনেই নিজেকে ভালো বলতাম কিন্তু এখন আমি জানি কেন আমি খারাপ না। আমি খারাপ নই। কারণ, আমি আমার খারাপ দিকগুলোকে ভালোয় পরিণত করতে পারি।