পরিষ্কার-পরিচ্ছন্নতা, ছানা এবং অন্যান্য

অলংকরণ: রাকিব রাজ্জাক
  • স্কুলপড়ুয়া দুই বন্ধুর পরীক্ষা শেষে স্কুলমাঠে দেখা—
    প্রথম বন্ধু: কিরে, তোর পরীক্ষা কেমন হলো?
    দ্বিতীয় বন্ধু: পরীক্ষা ভালো হয়নি রে! তবে ৫ নম্বর নিশ্চিত পাব।
    প্রথম বন্ধু: কীভাবে?
    দ্বিতীয় বন্ধু: পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ছিল ৫ নম্বর! তাই আমি পরীক্ষার খাতায় কলমের একটা আঁচড়ও দিইনি! তাই ৫ নম্বর নিশ্চিত!

  • পরীক্ষায় প্রশ্ন এসেছে—লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের দূরত্ব ৮০০০ কিলোমিটার। একজন লোক লস অ্যাঞ্জেলেস থেকে গাড়িতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে লন্ডন রওনা হলো এবং অপর এক ব্যক্তি লন্ডন থেকে গাড়িতে ১৬০ কিলোমিটার বেগে লস অ্যাঞ্জেলেসে রওনা হলো। তাদের দুজনের দেখা হবে কোথায়? ছোট্ট জনি উত্তর লিখল, ‘জেলখানায়! এত জোরে গাড়ি চালাবে আর পুলিশ বুঝি চেয়ে চেয়ে দেখবে?’

  • এক ছাত্র তার বন্ধুকে চিৎকার করে নিহা নিহা বলে ডাকছে।
    শিক্ষক: অ্যাই, তুমি নিহা নিহা বলে কাকে ডাকছ?
    ছাত্র: আমার বন্ধুকে স্যার।
    শিক্ষক: নিহা কোনো ছেলের নাম হয় নাকি?
    ছাত্র: না, মানে ওর আসল নাম নিরঞ্জন হাওলাদার স্যার! আমরা সংক্ষেপে নিহা বলে ডাকি।
    শিক্ষক: ভাগ্যিস তোদের কালে আমার জন্ম হয়নি। আমার নাম শান্তনু লাহিড়ী।

অলংকরণ: রাকিব রাজ্জাক
  • শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন।
    শিক্ষক: আচ্ছা বলতে পারো, দুধের সঙ্গে বিড়ালের কোনখানে মিল আছে?
    ছাত্র: স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন।
    শিক্ষক: তাহলে বলো।
    ছাত্র: স্যার দুটো থেকেই ‘ছানা’ পাওয়া যায়।

  • নির্বাচনের প্রচার-প্রচারণায় প্রার্থী বক্তব্য দিচ্ছেন। হঠাৎ বক্তব্যের মাঝে বললেন, এই এলাকায় যত খাল আছে, সব খালে একটা করে ব্রিজ করে দেব। সঙ্গে সঙ্গে সহকারী বলল, বস এই এলাকায় কোনো খাল নেই তো। প্রার্থী এ কথা শুনে বললেন, খাল নেই তো কী হয়েছে। প্রথমে খাল কাটব, তারপর ব্রিজ করে দেব।