সেদিন আমি অঙ্ক স্যারের বাসা থেকে ফিরছিলাম। প্রতিদিন পড়া শেষ হয় সাড়ে সাতটায়। সেদিন প্রায় আটটা বেজে গিয়েছিল। স্যারের বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। ওই দিন আবার স্যারের বেতন দিয়েছিলাম। স্যার বেতনের টাকাটা রেখে বাকি কিছু টাকা আমার হাতে দিলেন। টাকাটা হাতে নিয়েই বের হয়ে গিয়েছিলাম। এর ঠিক পরপরই দেখতে পেলাম, একটি ছায়া আমার ছায়ার পেছনে। অর্থাৎ একজন মানুষ আমার পেছন পেছন আসছে। বেশ অনেকক্ষণ ধরেই আমার পেছনে পেছনে এল সে। আমি মনে মনে ভাবলাম, ‘ও, তাহলে এই কথা! তুমি ছিনতাইকারী! আমার টাকা কেড়ে নিতে চাইছ!’ বেশ একটা মারামারির প্রস্তুতি নিয়ে পেছনে তাকালাম আমি। আমার একটু দূরত্বে দাঁড়িয়ে আছে একটি বড় সাদা কুকুর। এর ছায়াই একটু মানুষের মতো লাগছিল। কুকুরটা আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আমি তাকিয়ে রইলাম তার ছায়ার দিকে।