ফোন পরিষ্কার

অলংকরণ: সব্যসাচী চাকমা

অনেক দিন আগের কথা। তখন আমার বয়স পাঁচ কি ছয়। ডিসেম্বরে শীতের ছুটিতে আমরা সবাই বাড়িতে গিয়েছিলাম। মাত্র এক সপ্তাহ হলো আম্মু নতুন মুঠোফোন কিনেছে। একদিন সকালে আম্মু কাজে ব্যস্ত ছিল। আমার হাতে কোনো কাজ ছিল না। তাই পুরো ঘর হেঁটে হেঁটে ঘুরছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল আম্মুর নতুন ফোনটার ওপর। তখন অনেক ছোট ছিলাম, তাই এত কিছু বুঝতাম না। আমার মাথায় একটা বুদ্ধি এল। মুঠোফোনটা নিয়ে দৌড়ে গেলাম বাথরুমে। সাবান দিয়ে আচ্ছামতো গোসল করিয়ে দিলাম ফোনটাকে। এরপর আম্মুর কাছে গিয়ে বললাম, ‘আম্মু দেখো, তোমার নতুন মুঠোফোনটাকে কত সুন্দর করে গোসল করিয়ে পরিষ্কার করে দিয়েছি।’ ব্যস! বাকিটা ইতিহাস।

লেখক: সপ্তম শ্রেণি, বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম