বাংলাদেশের নতুন উদ্ভিদ

বাংলাদেশের বিজ্ঞানীরা গত চার বছরে চারটি কচুজাতীয় উদ্ভিদ আবিষ্কার করেছেন। এর মধ্যে দুটি মৌলভীবাজারের লাউয়াছড়া বনে, একটি বান্দরবানে এবং অন্যটি শেরপুরের বনভূমিতে পাওয়া গেছে। মৌলভীবাজারে পাওয়া উদ্ভিদ দুটির নাম যাথাক্রমে অ্যালোকেসিয়া হারাগানজেসিস ও অ্যালোকেসিয়া সালারখানি। বান্দরবানে পাওয়া উদ্ভিদটির নাম টাইফোনিয়াম ইলাটাম ও শেরপুরে পাওয়া উদ্ভিদটির নাম কলোকেসিয়া হাসানী। উদ্ভিদ চারটি আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের সাবেক পরিচালক হোসনে আরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আবুল হাসান।