বাঘ ও বারী মিয়ার গল্প

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

মস্ত গোঁফের বারী মিয়া, রসুলপুরে ভিটে

ঝাল খাবে না, টক খাবে না, কেবল খাবে মিঠে

ভাির সাহস বারীর বুকে

হঠাৎ সেদিন বনে ঢুকে

আড়াল থেকে লম্ফ দিয়ে উঠল বাঘের পিঠে!

বাঘ ভেবেছে পিঠের ওপর হয়তো কোনো ন্যাকা

ঘাড় ফিরিয়ে দ্যাখে, বসে গুঁফো ত্যাঁদড় একা

বাঘের মনে লাগল খোঁচা

মুখ শুকিয়ে কলার মোচা

এমন আজব কাণ্ডে সে বাঘ খেল ভ্যাবাচেকা!

বাঘের পিঠে ওঠার সুখে প্রথম কদিন বারী

ক্ষুধা ভুলে থাকল হয়ে আত্মহারা ভারি

গভীর আশা জাগল মনে

ফিরবে না আর ঘরের কোণে

সে–ই যদি হয় বনের রাজা, হয় তা চমত্কারই!

হঠাৎ বারীর পেট পুড়ে যায় ভীষণ ক্ষুধার তোড়ে

পিঠে আপদ নিয়ে বাঘও খায়নি কদিন ধরে

উঠল কেঁপে ঝাউ পাতারা

চুল সকলের হলো খাড়া

বলতে পারো বারী এখন নামবে কেমন করে?