সালটা ২০০৮, আমি তখন নার্সারিতে পড়ি। একদিন আব্বু ও আম্মু আমাকে নভোথিয়েটারে নিয়ে গেল। বড় পর্দায় সৌরজগৎ দেখানোর পর সামুদ্রিক মাছ দেখাচ্ছিল। একপর্যায়ে আমি জোরে বলে উঠলাম, ‘বার্গার ফিশ’। আম্মু ও আশপাশে সবাই শুনে হেসে উঠল। আমি বুঝতে পারলাম না, কেন তারা হাসছে। পরে আম্মু আমাকে বলল, ওটা ‘জেলিফিশ’। তখন আমি বুঝলাম, ওটা বার্গার ফিশ নয়, জেলিফিশ।