খুব মশা কামড়াচ্ছে বলে রেগে গিয়ে মেহেদি বিষ খেয়ে নিল! তারপর বলল, নে এবার রক্ত খা, খেলেই মরবি।
আসিফদের ক্রিকেট টিমের সঙ্গে মানিকদের ক্রিকেট টিমের ম্যাচ চলছে। আসিফরা প্ল্যান করছে—
আসিফ: এবার কিছুতেই মানিকদের ১০০–এর বেশি রান করতে দেব না।
টিমমেট: কিন্তু কীভাবে?
আসিফ: আমরাই ৯৩ রানে অলআউট হয়ে যাব!
বস: আপনার কি ঘুম না আসা রোগ গুরুতর হয়ে উঠেছে?
আমিন সাহেব: কেন স্যার?
বস: আজই প্রথম মিটিংয়ে বসেও আপনি ঘুমাননি!
বাবুল: কী রে, কী করছিস?
হাবুল: বাল্বের গায়ে বাবার নাম লিখছি।
বাবুল: কেন?
হাবুল: মা আজ সকালেই বলেছে, বাবার নাম উজ্জ্বল করতে হবে আমায়।
তমালের মাথা ফেটে গেছে।
ডাক্তার: মাথা ফাটল কী করে?
তমাল: আমি ইট দিয়ে পাথর ভাঙার কাজ করছিলাম। কামাল ভাই এসে বলল, মাথাটাও তো কখনো কাজে লাগাও।
ডাক্তার: আপনার ডান পায়ের ব্যথাটা বেশি বয়সের কারণেই হয়েছে।
অমল দাদু: কিন্তু আমার বাঁ পায়ের বয়সও তো একই।
খাবার টেবিলে বসে—
ছেলে: বাবা, তেলাপোকা খেতে কেমন?
বাবা: খাওয়ার সময় বাজে কথা বলতে হয় না। চুপচাপ খাওয়া শেষ করো। পরে শুনব।
খাওয়া শেষ হওয়ার পর—
বাবা: হুম, কী যেন বলছিলে?
ছেলে: বলছিলাম, ডালে একটা তেলাপোকা পড়েছে। কিন্তু তুমি তো সবটুকু ডাল খেয়ে ফেলেছ!