default-image

পৃথিবীতে প্রায় ২৫০ প্রজাতির মাছ গুহায় বাস করে। গুহায় খুব বেশি খাবার পাওয়া যায় না বলে মাছগুলো আকারে ছোট হয়ে থাকে। সম্প্রতি গবেষকেরা একটি মাছ আবিষ্কার করেছেন, যা প্রায় দেড় ফুট লম্বা। মাছটির সন্ধান পাওয়া গেছে ভারতের মেঘালয় রাজ্যে। মাছটির সন্ধান পেয়েছেন জীববিজ্ঞানী ড্যানিয়েল হ্যারিস। ভূপৃষ্ঠ থেকে ৩০০ ফুট নিচে উম লাদাও গুহায় মাছটি পাওয়া গেছে। ২০২০ সালের জানুয়ারিতে হ্যারিস ও তাঁর দল কয়েকটি মাছ সংগ্রহ করে। তারা গবেষণা করে দেখবে, মাছগুলো গুহায় থাকা সত্ত্বেও এত বড় কীভাবে হলো? এদের খাদ্যই–বা কী? অন্য গুহাবাসী মাছের মতো এই মাছও অন্ধ। এগুলোর চোখ নেই। তবে এগুলো আলো অনুভব করতে পারে।

বিজ্ঞাপন
মন্তব্য করুন