ভবিষ্যতের ডায়েরি

অলংকরণ : রাকিব রাজ্জাক

দুপুর ১২টা ১০ মিনিট।

আজ একটি বিশেষ দিন। আজ ঠিক বিকেল চারটায় সারা বিশ্বে একটি দিন উদ্‌যাপন করা হবে এবং সেটি হলো বিশ্বের সেরা ১০ কিশোর পত্রিকা নির্বাচনের দিন। পুরস্কার পাবে সারা বিশ্ব থেকে ১০টি কিশোর পত্রিকা।

বিকেল ৪টা ৩০ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ।

প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের সেরা কিশোর পত্রিকা ‘কিশোর আলো’! সারা বাংলাদেশে উদ্‌যাপন করা হচ্ছে আজকের এই শুভ দিনটি। কিআর এই অর্জনের জন্য বাঙালিরা সবাই গর্ববোধ করছে। এ এক বড় অর্জন। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আনন্দ প্রকাশ করা হচ্ছে। ভবিষ্যতে কিআকে এই সাফল্যের জন্য আগে থেকে শুভেচ্ছা জানাচ্ছি।