ভ্যালেন্টাইনের স্যান্ডেল কেক!

অলংকরণ: রাকিব রাজ্জাক

এটি গত বছরের কথা। আমি ও আমার বোনেরা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কেক বানানোর পরিকল্পনা করছিলাম। জীবনে প্রথম কেক বানাচ্ছিলাম। ভেবেছিলাম কেক বানানো শেষ করে আম্মু–আব্বুকে সারপ্রাইজ দেব। যেহেতু জীবনে প্রথম কেক বানাচ্ছিলাম, তাই জানতাম না কীভাবে কেক বানাতে হয়। তাই আমরা ইউটিউব দেখে দেখে কেক বানাচ্ছিলাম।

কেক বানাতে গিয়ে দেখি বাসায় ময়দা নেই। অতঃপর আমরা আটা দিয়ে কেক বানাতে বাধ্য হলাম। অবশেষে আমাদের কেক বানানো শেষ হলো। যেহেতু সারপ্রাইজ পরিকল্পনা করেছিলাম, তাই কেক আর টেস্ট করে দেখতে পারিনি। পরে আমরা সেই কেক দিয়ে আম্মু–আব্বুকে সারপ্রাইজ দিলাম। যখন আব্বু কেকটি মুখে দিলেন, তখন বলে উঠলেন, ‘মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল চাবাচ্ছি।’ অতঃপর কেকটির স্থান হলো ময়লার ঝুড়িতে।