মা ছাড়া যাবে না

অলংকরণ: রাকিব রাজ্জাক

একদিন একটি মেয়ের অভিভাবক আসছে না। তাকে শিক্ষকেরা অফিস রুমে নিয়ে গেলেন। তাকে একজন শিক্ষক বলেন, মা না এলে না যেতে। তারপর সে বসেই থাকল। একসময় তার অভিভাবক এল। কিন্তু সে যাচ্ছে না। তখন একজন শিক্ষক এসে বলেন, তোমার অভিভাবক এসেছে? সে উত্তর দেয়, হ্যাঁ এসেছে। শিক্ষক বলেন, তাহলে যাচ্ছ না কেন? মেয়েটি বলল, আপনাদের মধ্যে একজন শিক্ষকই তো বলল, যে মা না এলে না যেতে। তাই যাচ্ছি না। এ কথা শুনে শিক্ষক তো অবাক।