default-image

আকাশ নীলে উড়ছে ঘুড়ি আমি ভাবছি: চিল।

লালচে কালো ঘুড়ির সঙ্গে চিলের এত মিল!

রোদ ঝকঝক আকাশে চিল আমি ভাবছি: ঘুড়ি।

আসল কথা সংখ্যাটা বিশ সেটাই আবার কুড়ি!

চিলকে ভাবি উড়ছে ঘুড়ি আর ঘুড়িকে চিল।

আমার কেন এক মনে হয় আকাশি আর নীল!

শূন্যে তুমি মারছ ঘুষি আমি ভাবছি: কিল

দুটোই কিন্তু মুঠোয় ভরা কোথায় যেন মিল!

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0