গত বছরের নভেম্বরের আগপর্যন্ত বলতে গেলে কারও সঙ্গেই মিশতে পারতাম না আমি। সমবয়সী বন্ধু বলতে গেলে খুব কমই ছিল। অল্প যে দু–একজন ছিল, তাদের সঙ্গেও কথা হতো না তেমন। মা একদিন হঠাৎ করেই আমাকে বাইরে পাঠিয়ে দিল খেলার জন্য। কিন্তু নিচে কেউ ছিল না। রাইসা আপু তখন আমাকে বলল, ‘আমাদের সঙ্গে হাঁটবে চলো।’ সেদিন থেকেই আমার ওদের সঙ্গে পরিচয়। রাইসা আপু আর সাবিহা আপু—দুজনই খুব ভালো। ওদের সঙ্গে আমি যত হাসিখুশি থাকি, ততটা আর কারও সঙ্গে থাকি না। আমার নিজের বড় বোন থাকলে আমাকে যেভাবে আদর করত, ওরা দুজন আমাকে তার চেয়েও বেশি ভালোবাসে। সাবিহা আপু আর রাইসা আপু আমাকে শিখিয়েছে, কীভাবে সবার সঙ্গে মিশতে হয়। তবে একটা কথা ঠিক, ওদের কাছ থেকে আমি অনেক দুষ্টুমিও শিখেছি...সেটা আর নাই–বা বলি।