স্কুলে রিপোর্ট কার্ড দিয়েছে। বাবা-ছেলের মধ্যে কথোপকথন—
বাবা: তোমার রিপোর্ট কার্ড কই?
ছেলে: নেই।
বাবা: কেন?
ছেলে: আমার এক বন্ধু ওটা ওর মা-বাবাকে ভয় দেখাবে বলে বাসায় নিয়ে গিয়েছে।
শিক্ষক ছাত্রদের ক্লাসে পড়াচ্ছেন: অক্সিজেন আমাদের বেঁচে থাকতে সাহায্য করে এবং এটি আবিষ্কৃত হয়েছিল ১৭৭৩ সালে—
জনৈক ছাত্র: ভাগ্যিস আমার জন্ম ১৭৭৩-এর পর হয়েছে, না হলে আমি বেঁচেই থাকতাম না।
আরিফ: আম্মু আম্মু, আপুনি ওর iPhoneটা ব্লেন্ডারে ব্লেন্ড করছে।
আম্মু: বলিস কী! কিন্তু কেন? হোয়াই?
আরিফ: আপুনির নাকি খুব apple জুস খেতে ইচ্ছে করছে তাই।
ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখে সবাই বলে
উঠল, ‘OMG!’
নিতু: বল তো আনিকা, কোন খেলার শুরুটাই হয় খারাপ কাজ দিয়ে?
আনিকা: সেটা তো জানি না বাপু!
নিতু: আরে Badminton হি হি হি, এটার শুরুতেই যে Bad.