শিবা নানা

অলংকরণ: সব্যসাচী চাকমা

শিবা একটি হিন্দি কার্টুনের নাম। আমি পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রচুর কার্টুন দেখতাম। এর মধ্যে শিবা অন্যতম। ওই সময় এই কার্টুন সবার কাছেই অনেক প্রিয় ছিল। কিন্তু আমি ধীরে ধীরে খেয়াল করলাম, কার্টুনটায় বিশেষ কোনো কিছু নেই। প্রতি পর্বেই দেখা যায়, চোর বা ডাকাত ব্যাংক বা ঘর লুট করল, পুলিশ কিছু না করতে পেরে শিবাআআআ...বলে ডাক দেয়। আর তখন শিবা তার উড়ন্ত সাইকেল নিয়ে আসে আর পারদর্শিতার সঙ্গে চোর–ডাকাতদের ধরে ফেলে!

অনেক বছর কার্টুন না দেখার পর একদিন আবার শিবার স্বাদ পেলাম। সেদিন ছিল ৭ নভেম্বর ২০২১। আমি আমার পরিবারের সঙ্গে চারতলা বাসার চতুর্থ তলায় থাকি। বাসার সামনে একটা মাঠ, মাঠের পেছনে একটা হিজিবিজি এলাকা। আমি সেদিন আমার ঘরের বারান্দায় পুরোনো সাইকেলের ওপর বসে রোদ পোহাতে পোহাতে শর্ট সিলেবাস রিভিশন দিচ্ছিলাম। হঠাৎ দেখি কে যেন মাঠ থেকে আমাকে ডাকছে, শিবাআআআ...শিবা...বলে। তখন আমি অবাক হয়ে নিচে তাকালাম আর দেখলাম, দুই পিচ্চি আকাশের দিকে তাকিয়ে ডাকছে শিবাআ...শিবা...। আমি তাদের কাণ্ডকারখানা দেখে মজা পাচ্ছিলাম। তাই অনেকক্ষণ তাদের লক্ষ করলাম। তারা ভেবেছে, এভাবে ডাকলে বুঝি সত্যি সত্যি শিবা চলে আসবে। এর কিছুক্ষণ পর অবাক হয়ে লক্ষ করলাম, সত্যিই শিবা এসে পড়েছে, কিন্তু একটু অন্য রকম, তুলনামূলক বৃদ্ধ। সাইকেলের বদলে হাতে লাঠি। তিনি এসে বাচ্চা দুটোর সামনে দাঁড়ালেন আর তারপর যা দেখলাম, তা হলো আমাদের শিবা নানা তাঁর ভক্তদের ধুমসে পেটাচ্ছেন আর বলছেন, ‘পড়ালেখা নাই হে, সাতসকালে উইট্টা শিবা-শিবা। এই নে...(পটাশ)!’

লেখক: অষ্টম শ্রেণি, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া