default-image

একদিন আমি আর আমার বান্ধবী ঈদমি একসঙ্গে বসে পড়ছিলাম। তখন আমরা পড়ছিলাম আইসিটি। আমাদের পাশেই বসে পড়ছিল ঈদমির ছোট বোন। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। পড়ার একফাঁকে সে হঠাৎ আমাদের কাছে জিজ্ঞাসা করছিল, ‘আপু, বলো তো র‌্যাম অর্থ কী?’ আমি সঙ্গে সঙ্গে উত্তর দিই, Random Access Memory (RAM)। আমার উত্তর শোনার পর ও বলল, ‘আপু, তোমরা এত বড় হয়েও জানো না যে RAM অর্থ ভেড়া।’ তার এ কথা শোনার পর তো আমরা হতবাক। আমরা ICT পড়াতেই এতই মশগুল ছিলাম যে তার এত সহজ প্রশ্নের উত্তরও আমরা সহজে না দিয়ে কী জটিলভাবে দিই!

বিজ্ঞাপন
কিশোর আলো থেকে আরও পড়ুন
মন্তব্য করুন