সিসি ক্যামেরা

তখন আমাদের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। আমরা যে ক্লাসে পরীক্ষা দিচ্ছিলাম তার পাশের ক্লাসটা ফাঁকা ছিল। একদিন পরীক্ষা শেষে আমি ও আমার বন্ধু আনিকা সেই ক্লাসে গেলাম। তখন বারান্দায়ও কেউ ছিল না। আমি ও আনিকা হোয়াইট বোর্ডে অনেক কিছু লিখলাম, বেঞ্চগুলোর ওপর লাফালাফি করলাম। ফ্যান নিয়েও খেললাম। শিক্ষকদের টেবিলের ওপর বসে গল্প করলাম। এরপর আমি ও আনিকা ক্লাস থেকে বের হয়ে বারান্দায় এলাম। তখন একটা বড় আপু আমাদের কাজ দেখে বলল, ‘এই ক্লাসে সিসি ক্যামেরা আছে। একদিন আমরাও এই ক্লাসে লাফালাফি করেছিলাম। পরে শিক্ষকেরা আমাদের ডেকে কঠিন শাস্তি দিয়েছিলেন।’ আপুর কথা শুনে আমি ও আনিকা ভয় পেয়ে গেলাম। ‘আপু, আমরা এখন কী করব?’ আপু আমাদের বেঞ্চগুলো পরিষ্কার করতে বলল। এরপর বড় আপু চলে গেল। আমি জামা দিয়ে আর আনিকা স্কার্ফ দিয়ে পুরো ক্লাস পরিষ্কার করলাম। আমাদের পোশাক নোংরা হয়ে গিয়েছিল। পরে জানতে পারলাম সেই ক্লাসে কোনো সিসি ক্যামেরাই ছিল না। আপু আমাদের বোকা বানিয়েছিল। আমাদের ঘটনা শুনে বন্ধুরা এখনো হাসাহাসি করে।