স্মরণীয় লজ্জা

অলংকরণ: রাকিব রাজ্জাক
ঘটনাটা এ বছরেরই। গ্রীষ্মের ছুটিতে আমরা ক্লাসের সবাই মিলে বনভোজনে গিয়েছিলাম কক্সবাজার সমুদ্রসৈকতে। প্রথম দিন ভালোই কাটল। কিন্তু দ্বিতীয় দিনই ঘটল অঘটনটা। যেই না পানিতে গোসল করতে নেমেছি, অমনি আমার প্যান্টটা একটা লাঠির মধ্যে আটকে গেল। আবার সামনে থেকে একটা বড় ধরনের ঢেউ এসে আমার প্যান্টটা খুলে নিয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এত বড় একটা ছেলের প্যান্ট খুলে গেলে কেমন পরিস্থতি হয়! ভাগ্যিস আমার সঙ্গে তোয়ালেটা ছিল।