হাতের আংটি

উপকরণ

  • নারকেলপাতা

  • কাঁচি

  • স্কেল

বানাবে যেভাবে

ছবি: আমিনুল ইসলাম
১. প্রথমে নারকেলপাতা পেড়ে নাও। নারকেলগাছ উচ্চতায় তোমাকে ছাড়িয়ে গেলে বড়দের সাহায্য নাও। পেড়ে নেওয়া পাতা ছবির মতো দুই ভাগ করে নাও।
ছবি: আমিনুল ইসলাম
২. স্কেল দিয়ে মেপে, কাঁচির সাহায্যে ভাগ করা অংশ দুটির একটি দেড় ইঞ্চি ও অপরটি প্রায় ১০ ইঞ্চি পরিমাণ কেটে নাও।
ছবি: আমিনুল ইসলাম
. এবার ছবির মতো ছোট অংশটির ওপর বড় অংশটি স্থাপন করো।
ছবি: আমিনুল ইসলাম
৪. ছবির মতো নিচের অংশটির একটি প্রান্ত ভাঁজ করে বড় অংশটি ঢেকে দাও। একইভাবে অপর প্রান্তটি ভাঁজ করে বড় অংশটি ঢেকে দিয়ে চেপে ধরো।
ছবি: আমিনুল ইসলাম
৫. বড় অংশটির বেরিয়ে থাকা মাথা এবার বাঁকিয়ে আগের ভাঁজ করা অংশ দুটির ওপর চেপে ধরো। ফলে ভাগ করা পাতা দুটির মাঝে একটি চ্যাপটা লুপ তৈরি হবে।
ছবি: আমিনুল ইসলাম
৬. বড় পাতাটির নিচের অংশটি এবার বাঁকিয়ে এনে সেই চ্যাপটা লুপে প্রবেশ করাও।
ছবি: আমিনুল ইসলাম
৭. চ্যাপটা লুপ দিয়ে বেরিয়ে আসা প্রান্তটি টেনে নিলে একটি বড় লুপ তৈরি হবে। ছবির মতো বেরিয়ে থাকা প্রান্তটি টেনে বড় লুপটি মিলিয়ে নাও। ফলে আরেকটি চ্যাপটা লুপ তৈরি হবে।
ছবি: আমিনুল ইসলাম
৮. বেরিয়ে থাকা প্রান্তটি আবার বাঁকিয়ে এনে দ্বিতীয় চ্যাপটা লুপে প্রবেশ করাও। ফলে আরেকটি বড় লুপ তৈরি হবে।
ছবি: আমিনুল ইসলাম
৯. আংটিটি যে আঙুলে পরবে, সেই আঙুল এবার পুরে দাও দ্বিতীয় বড় লুপে। এখন বেরিয়ে থাকা প্রান্তটি টেনে আংটিটি আঙুলের সঙ্গে দৃঢ়ভাবে আটকে নাও।
ছবি: আমিনুল ইসলাম
১০. বাইরের প্রান্তটি আবার বাঁকিয়ে এনে ওপরের চ্যাপটা লুপে প্রবেশ করাও। ফলে আরেকটি লুপ তৈরি হবে।
ছবি: আমিনুল ইসলাম
১১. চ্যাপটা লুপ দিয়ে বেরিয়ে আসা প্রান্তটি আবার বাঁকিয়ে এনে ছবির মতো আরেকটি লুপ তৈরি করো।
ছবি: আমিনুল ইসলাম
১২. সবশেষে পাওয়া ছোট্ট অংশটি বাঁকিয়ে এনে গোলাকার এবং শেষ লুপটি তৈরি করো। ব্যস, এভাবেই পেয়ে যাবে নিজ হাতে বানানো তোমার হাতের আংটি!