প্লেন থেকে লাফ দিয়েও জীবিত

সমস্যাটা মাথা খাটানোর। একটি মেয়ে হঠাৎ প্লেন থেকে লাফ দিল। তার কাছে কোনো প্যারাস্যুট ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো, মেয়েটি দিব্যি বেঁচে আছে। বলো তো, মেয়েটি কীভাবে বেঁচে গেল?

উত্তর

আসলে মেয়েটি একটি ল্যান্ড করা প্লেন থেকে লাফ দিয়েছে। যেহেতু প্লেনের উচ্চতা খুব বেশি নয়, তাই লাফ দিলেও তার কোনো ক্ষতি হয়নি।