আমি অনেক আগে থেকেই কিশোর আলো পড়ি। আমাদের বাড়িতে এখনো প্রতি মাসে হকার আঙ্কেল কিশোর আলো দিয়ে যান। কিন্তু পড়াশোনার প্রচুর চাপের কারণে কিআ পড়ার সময় পাই না। তবে যেভাবেই হোক কিআ তো আমাকে পড়তেই হবে। বাসায় পড়লে আপু বকা দেয়। তাই একদিন কলেজে যাওয়ার পথে ব্যাগে করে নিয়ে গেলাম কিআ। আমার বাসা থেকে কলেজ একটু দূরে, যেতে সময় লাগে। তাই ঠিক করলাম, বাসে বসেই পড়ে নেব। কিন্তু বাসে এত ভিড়ের মাঝে মনোযোগ বসাতে পারলাম না। বিরক্ত হয়ে কলেজে ঢুকলাম। ক্লাস রুমে গিয়ে দেখি খুব বেশি কেউ নেই। তাই আবার পড়া শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পরেই ছেলেমেয়েরা ঢুকতে শুরু করল। ক্লাসেও পড়তে পারলাম না। কী আর করা, সব শেষে বাসায় এসে ক্লাসের পড়া শেষ করে যখন বাসার সবাই ঘুমিয়ে গেল, তখন হাতে নিয়ে বসলাম কিশোর আলো। রাত জেগে হলেও কিআ পড়ি। কিন্তু কিআ আমাকে পড়তেই হবে!