করোনার পর প্রথম অফলাইন সভা

সভায় উপস্থিত অতিথিদের সঙ্গে চট্টগ্রাম কিআ বুক ক্লাবের সদস্যরাছবি: আব্দুল ইলা

‘আজ যতগুলো ফেসবুক পোস্ট পড়েছ বা দেখেছ, তার মধ্যে যেকোনো তিনটি সম্পর্কে একটুখানি বলতে পারবে?’— চট্টগ্রাম কিআ বুক ক্লাবের অক্টোবর মাসের সভায় প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রখ্যাত চিত্রশিল্পী সাদাতউদ্দিন আহমেদ এমিল। কার্টুনিস্ট সাদাত নামেই কিআ পাঠকদের কাছে বেশি পরিচিত তিনি।

প্রশ্ন শুনে সদস্যরা তো থতমত। মনে করার ব্যর্থ চেষ্টাও করল কয়েকজন। কিন্তু সবাই অবাক হয়ে উপলব্ধি করল, সারাদিন মোবাইলে বা কম্পিউটারে যে পোস্ট বা মিম সবাই দেখছে, তার কিছুই মনে নেই কারো!

সবাইকে অবাক হতে দেখে সাদাত খোলাসা করলেন, এই প্রশ্ন করার পেছনের কারণ, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে করতে আমাদের মস্তিষ্কের তথ্য ধারণের ক্ষমতা এবং চিন্তাশক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে।’ তবে পাশাপাশি তিনি এটাও বলেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ করে দেওয়াটা কিন্তু এর সমাধান নয়। নিয়ম মেনে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে, তার চেয়ে বেশি সময় না দেওয়াটাই ভালো।

বুক ক্লাবের এ মাসের সভা আয়োজিত হয়েছিল ৫ অক্টোবর, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আর্ট গ্যালারি মিলনায়তনে। করোনা-পরবর্তী প্রথম ‘অফলাইন’ সভা হওয়ায় সদস্যরা সবাই ছিল বেশ আনন্দিত। সবার আনন্দ দ্বিগুণ হয়ে যায় কার্টুনিস্ট সাদাত এবং কিশোর আলোর দুই সহকারী সম্পাদক আদনান মুকিত ও পাভেল মহিতুল আলমকে নিজেদের মাঝে পেয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে আলোচনার পরে পাভেল মহিতুল আলম ও আদনান মুকিত আড্ডা দেন বুক ক্লাবের সদস্যদের সঙ্গে। প্রিয় বই, প্রিয় লেখক থেকে শুরু করে কিআ এবং বুক ক্লাবের কার্যক্রম নিয়ে কথা বলেন তাঁরা। ছোটবেলায় দুজন মিলে বের করেছিলেন ‘হট্টগোল’ নামের একটি ত্রৈমাসিক কিশোর পত্রিকা। সেখান থেকে শুরু হয়ে আলোচনা হয় রস+আলো এবং আলপিন নিয়েও।

সভায় চট্টগ্রাম বুক ক্লাবের নিয়মিত সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিল ঢাকা কিআ বুক ক্লাবের সমন্বয়ক এশনা বিনতে আলী এবং চট্টগ্রাম কিআ বুক ক্লাবের সাবেক সমন্বয়ক রাহিম মনজুর। বুক ক্লাবের সদস্য নুসরাত জাহান প্রিতীর কবিতা আবৃত্তির মাধ্যমে শেষ হয় অক্টোবর মাসের সভা।

পরদিন ৬ই অক্টোবর কিশোর আলোর নবম জন্মবার্ষিকীর আয়োজন ‘স্বপ্নের গল্প’-তে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেয় বুক ক্লাবের সদস্যরা। আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম। ৭ই অক্টোবর ‘উপলব্ধি’ শিশুনিবাসের শিশুদের সঙ্গে কিশোর আলো সম্পাদক আনিসুল হক কেক কেটে কিশোর আলোর নবম জন্মদিন উদযাপন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিল চট্টগ্রাম কিশোর আলো বুক ক্লাবের কয়েকজন সদস্য।