ভিক্ষুক, মাছি এবং অন্যান্য

  • এক পথচারী ভিক্ষুককে বলছে: আবার পাঁচ টাকা ভিক্ষা চাইছ! একটু আগেই না দিলাম!
    ভিক্ষুক: অতীতের কথা ভুইলা যান। অতীত নিয়া পইড়া আছেন বইলাই আজ আমাদের এই অবস্থা।

  • বুড়িগঙ্গার ময়লা পানিতে এক লোককে নামতে দেখে সাংবাদিক প্রশ্ন করলেন,
    ভাই, নদীতে কী করছেন?
    ভদ্রলোক: গোসল করছি।
    সাংবাদিক: কিন্তু নদীর পানি তো খুবই ময়লা।
    ভদ্রলোক: সমস্যা নাই। সাবান দিয়ে গোসল করছি।

  • বেশ কয়েক বছর আগের ঘটনা। পাশের পাড়ার সঙ্গে ফুটবল ম্যাচ। খেলা শুরুর আগ মুহূর্তে খেয়াল করলাম আমাদের একজন স্ট্রাইকার আসেনি! ব্যাকআপ খেলোয়াড়ও নেই! কী করি! সামনে পেলাম এলাকার এক ছেলেকে, যে পড়া ছাড়া কিচ্ছু বোঝে না। তাকে জিজ্ঞেস করলাম খেলবে নাকি। সে রাজি হলো। তাকে বোঝালাম যে তার দায়িত্ব হলো খেলা শুরুর পর ফুটবলটা প্রতিপক্ষের জালে পাঠাতে হবে। সে কী বুঝল কে জানে, খেলা শুরুর পর সবাই তাকিয়ে দেখল সে ফুটবলটা হাতে করে নিয়ে দৌড়ে প্রতিপক্ষের জালে ঢুকিয়ে দিয়ে এল!

  • রেস্তোরাঁয় খেতে গেছে বাবলু।
    বাবলু: বেয়ারা, এখানে এসো। কী করো তোমরা? দেখছ না, স্যুপের মধ্যে একটা মাছি পড়ে হাবুডুবু খাচ্ছে?
    বেয়ারা: তো আমি এখন কী করব? উদ্ধারকর্মীদের খবর দেব?

  • ক্লাসে বেশ কিছু জাতের মুরগির ছবি দেখিয়ে শিক্ষক বললেন, ‘পল্টু, তোমার কোন ধরনের মুরগি পছন্দ?’
    পল্টু: ঝলসানো মুরগি, স্যার!