মৌনব্রতে বন্দী

অলংকরণ: আরাফাত করিম

এক বুদ্ধমন্দিরে কিছু সন্ন্যাস মৌনব্রতে ছিল। তারা কথা বলত না। ইশারাতেও না। এই মন্দিরে কোনো আয়না ছিল না। কিন্তু চোখ লাল হওয়ার রোগ প্রবল ছিল। কেউ যদি টের পেত তার চোখ লাল, তাহলে তাকে সেদিনই মন্দির ত্যাগ করার নির্দেশ ছিল।

একবার এক পর্যটক এসে বলল, আপনাদের অন্তত একজনের চোখ লাল।

এখন বলো তো, ওরা কীভাবে বের করবে যে কার চোখ লাল?

উত্তর

যদি একজনের চোখ লাল হয়, অর্থাৎ তার ছাড়া সবার চোখ ঠিক আছে, সে দেখেই বুঝে ফেলবে এবং চলে যাবে।

যদি দুজন হয়, এ ক্ষেত্রে যার চোখ লাল, সে দেখবে আরেকজনের চোখ লাল আছে। সে যদি ওই দিন দেখে সে যাচ্ছে না, তার মানে চোখ দুজনের লাল, অপরজন সে।

যদি তিনজন হয়, একইভাবে এ ক্ষেত্রে তিন দিন লেগে যাবে বুঝতে। প্রথম দুই দিন কেউই যাবে না মন্দির ছেড়ে। তৃতীয় দিন তিনজনই বুঝবে তাদের সবার চোখ লাল।