রুপন্তী তার ছোট বোন রোদসীকে নিয়ে বেশ মজার এক জাদুঘরে গেল। জাদুঘরের লোকগুলো খুব কিপটে। তারা জাদুঘরে ঢোকার সময় একটা key card দেয়, যা জাদুঘরের এক গহ্বর থেকে আরেক ঘরে যেতে গেলে দরকার হয়। দুই কক্ষের মধ্যে ছোট একটা পথ। তার মাঝামাঝি যে পথ, সেখানে একটা ডিভাইসে এই কার্ড স্ক্যান করাতে হয়। এখানেই মজা। এই কার্ডে যদি কোনো একটা রাস্তায় একাধিকবার যেতে হয়, তাহলে বেরোনোর সময় অতিরিক্ত টাকা দিতে হয়। যারাই আসে, সবাই–ই এই জাদুঘরের চক্রব্যূহ সমাধান করতে না পেরে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হয়। সমস্যা হলো, এই দুই বোন তাদের টিফিনের টাকা বাঁচিয়ে এখানে এসেছে। তাদের কাছে অতিরিক্ত আর টাকা নেই। দেখো তো, কীভাবে start থেকে finish-এ যাওয়া যায় কোনো রাস্তা দুবার ব্যবহার না করে? মনে রাখতে হবে, কক্ষগুলোতে একাধিকবার যাওয়া যাবে, তবে একই রাস্তা দুবার ব্যবহার করা যাবে না।