ডুব

অলংকরণ: আপন জোয়ার্দার

জানুয়ারি মাসে খালামণিদের সঙ্গে গেলাম কক্সবাজারে। একদিন সকালে উঠে দেখি, আম্মু আর খালাতো ভাই সাদ ছাড়া কেউই ওঠেনি। আম্মু ও সাদের সঙ্গেই লাবণী পয়েন্টে গেলাম। সেখানে গিয়ে নাশতা করলাম। লাবণী পয়েন্টের পানিতে টিউব নিয়ে নামতেই এক বিশাল ঢেউ এসে উল্টে দিল আমাকে! কোমরসমান পানিতেই ডুবে গেলাম! ওঠার অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আর উঠতে পারছিলাম না। কিছু একটা আটকে রাখছে আমাকে। কোনোমতে উঠে দেখি, খালাতো ভাই সাদ হাসছে। আসলে সাদই আমাকে আটকে রেখেছিল। মেজাজটা এত খারাপ হলো। ওকেও ধরে খানিকটা নাকানিচুবানি খাওয়ালাম।