এক হতদরিদ্র শিশুর জীবনী

১৮৭৯ সালে লিভারপুলের রাস্তার হতদরিদ্র শিশুদের জীবনসংগ্রাম নিয়ে প্রকাশিত হয় ইংরেজ লেখক সাইলাস কে হকিংয়ের উপন্যাস হার বেনি। লিভারপুলে থাকাকালে বাস্তব অভিজ্ঞতাকে পুঁজি করে উপন্যাসটি লেখেন তিনি।

মাতৃহারা দুই শিশু বেনি বেটস ও নেলি বেটস। সৎমা ও মদ্যপায়ী বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সৎভাবে বেঁচে থাকার তাগিদে বাড়ি ছেড়ে পালায় ওরা। এর মধ্যেই আবার বোন নেলিকে হারিয়ে ভেঙে পড়ে বেনি। ঘটনাচক্রে ধনীর দুলালি ইভার সঙ্গে পরিচয় হয় তার। বেনি চাকরি পায় ইভার বাবার অফিসে। কিন্তু বিনা দোষে চোর আখ্যায়িত হয়ে হাজতে যেতে হয় তাকে। ছাড়া পেয়ে বুকভরা কষ্ট নিয়ে ভালোভাবে বাঁচার উদ্দেশ্যে লিভারপুল ছাড়ে বেনি। পরে আবার একদিন ফিরেও আসে, অন্য এক বেনি হয়ে। পুরো কাহিনি জানতে হলে পড়তে হবে হার বেনি উপন্যাসটি।

২০১৯ সালে ইফতেখার আমিনের অনুবাদে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয় বইটি।