শিক্ষক: বল, আকবরের জীবনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত?
ছাত্র: পারি না স্যার। এটা বইয়ে নেই।
শিক্ষক বই খুললেন।
শিক্ষক: এই যে এখানে লেখা, আকবর (১৫৪২-১৬০৫)
ছাত্র: স্যার, আমি ভেবেছিলাম ওটা আকবরের ফোন নম্বর।
শিক্ষক: বল তো বিবিসিতে কী হয়?
আরিফ: ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন।
শিক্ষক: গুড। বিবিতে কী হয়?
জহির: বাংলাদেশ ব্যাংক।
শিক্ষক: ভেরি গুড। ইএসপিএনে কী হয়?
পিরান: সারা দিন শুধু খেলা হয় স্যার।
বায়োলজির শিক্ষক ব্যাঙের পেট কেটে ছাত্রদের কোথায় কী আছে দেখাচ্ছেন।
শিক্ষক: ধরো, মানুষের পেট এভাবে কাটলে তখন কী কী দেখবে?
ছাত্র: সবার আগে পুলিশ, তারপর জেলখানা স্যার।
বাবা: স্কুলে তোমার কেমন চলছে, খোকা? লেখাপড়া কেমন হচ্ছে?
ছেলে: আচ্ছা বাবা, মাঝেমধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস করো কেন? আমি কি কখনো জিজ্ঞেস করি, অফিস তোমার কেমন হচ্ছে?
এক ভদ্রমহিলা কেনাকাটা শেষে টাকা দেওয়ার সময় বিক্রেতা লক্ষ করলেন, ভদ্রমহিলার ব্যাগের ভেতরে একটা টিভি রিমোট কন্ট্রোল।
বিক্রেতা: কিছু মনে করবেন না ম্যাডাম, আপনি কি সব সময় ব্যাগে রিমোট কন্ট্রোল রাখেন?
ভদ্রমহিলা: না। শুধু যেদিন আমার স্বামী আমার সঙ্গে মার্কেটে আসতে রাজি হয় না, সেদিন!