আকবরের জীবনকাল, টিভি রিমোট এবং অন্যান্য

আঁকা: রাকিব রাজ্জাক
  • শিক্ষক: বল, আকবরের জীবনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত?
    ছাত্র: পারি না স্যার। এটা বইয়ে নেই।
    শিক্ষক বই খুললেন।
    শিক্ষক: এই যে এখানে লেখা, আকবর (১৫৪২-১৬০৫)
    ছাত্র: স্যার, আমি ভেবেছিলাম ওটা আকবরের ফোন নম্বর।

  • শিক্ষক: বল তো বিবিসিতে কী হয়?
    আরিফ: ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন।
    শিক্ষক: গুড। বিবিতে কী হয়?
    জহির: বাংলাদেশ ব্যাংক।
    শিক্ষক: ভেরি গুড। ইএসপিএনে কী হয়?
    পিরান: সারা দিন শুধু খেলা হয় স্যার।

আঁকা: রাকিব রাজ্জাক
  • বায়োলজির শিক্ষক ব্যাঙের পেট কেটে ছাত্রদের কোথায় কী আছে দেখাচ্ছেন।
    শিক্ষক: ধরো, মানুষের পেট এভাবে কাটলে তখন কী কী দেখবে?
    ছাত্র: সবার আগে পুলিশ, তারপর জেলখানা স্যার।

  • বাবা: স্কুলে তোমার কেমন চলছে, খোকা? লেখাপড়া কেমন হচ্ছে?
    ছেলে: আচ্ছা বাবা, মাঝেমধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস করো কেন? আমি কি কখনো জিজ্ঞেস করি, অফিস তোমার কেমন হচ্ছে?

আঁকা: রাকিব রাজ্জাক
  • এক ভদ্রমহিলা কেনাকাটা শেষে টাকা দেওয়ার সময় বিক্রেতা লক্ষ করলেন, ভদ্রমহিলার ব্যাগের ভেতরে একটা টিভি রিমোট কন্ট্রোল।
    বিক্রেতা: কিছু মনে করবেন না ম্যাডাম, আপনি কি সব সময় ব্যাগে রিমোট কন্ট্রোল রাখেন?
    ভদ্রমহিলা: না। শুধু যেদিন আমার স্বামী আমার সঙ্গে মার্কেটে আসতে রাজি হয় না, সেদিন!