জাতীয় সমাবেশ

ছোট্ট ফ্ল্যাটের ছোট্ট রুম
শুয়ে আমি খুঁজছি ঘুম।
ঘুম আসে না, জানলা খুলে বাইরে তাকাই যেই
এই নগরের চেনা ছবি আমার সামনে নেই।

দেখছি না আর দালানকোঠা-মানুষ-দোকানপাট
হারিয়ে গেল সামনে থাকা ছোট্ট সবুজ মাঠ।
তারপরে যা ঘটল আহা! দৃশ্য অপরূপ
জানলা দিয়ে দেখছি জাদু আমি তখন চুপ!

মাঠের বুকে দাঁড়িয়ে গেল একটা আমের গাছ
গাছের ডালে বসল দোয়েল, এল ইলিশ মাছ।
পিঠের ওপর কাঁঠাল নিয়ে এল বনের বাঘ
বাঘের গায়ে রং ছড়ানো ডোরাকাটা দাগ।

গাছের পাশে পুকুর হলো, ফুটল শাপলাফুল
অভিবাদন জানায় হেসে বিদ্রোহী নজরুল।
পুকুরপাড়ে গাছের নিচে খেলার আয়োজন
কাবাডি যে খেলছে শিশু রঙিন তাদের মন।

সূর্যালোকে শাপলা হাসে, সবাই তো উচ্ছল
গাইছে সুরে রণসংগীত চল্ চল্ চল্ চল্।
এত কিছু দেখছি আমি নয়তো কিছু ভুল
কী মহিমা ছড়িয়ে গেল আনন্দে মশগুল।

জাদুর ছোঁয়ায় পেলাম যাদের জেনে রাখো সব
এরাই তোলে বুকের মাঝে নিত্য কলরব।
দেখতে পেলাম জাতীয় এক মহাসমাবেশ
মুক্ত আলোয় উঠল ভেসে লাল-সবুজের দেশ।

আপন মনে গেয়ে উঠি, সুর তুলেছে বাঁশি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।