বিজ্ঞাপন, ভাষা এবং অন্যান্য

  • এক মাকড়সার জালে ঝুলছে গাছের পাতার কিছু টুকরা ও ফুলের পাপড়ি। সেই সময় এক মাছি উড়ে এসে আটকে গেল সেই জালে, তারপর বলল: কেন যে বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হলাম!

  • ছেলে: বাবা, তুমি আমার রিপোর্ট কার্ডে সিগনেচারের বদলে আঙুলের ছাপ দিলে কেন?
    বাবা: তুমি পরীক্ষায় যা নম্বর পেয়েছ, আমি চাই না তোমার ক্লাসটিচার জানুক যে তোমার বাড়িতে শিক্ষিত লোকজন আছে।

  • কম্পিউটারে চালাতে জানা মেয়েকে তার মা বিজ্ঞান পড়াচ্ছেন, ‘পৃথিবী নিজ অক্ষের ওপর একবার ঘুরতে সময় নেয় ২৪ ঘণ্টা।
    মেয়ে: এত সময় নেয়? পৃথিবী নিজেকে এখনো আপগ্রেড করছে  না কেন?

  • মা: মাত্র একটা হাতমোজা পরেছ যে? আরেকটা কি হারিয়ে গেছে?
    ছেলে: না মা, একটাই খুঁজে পেয়েছি।

  • দুই অনুবাদক একটা নৌকায় করে ভিনদেশে যাচ্ছেন
    ১ম জন: সাঁতার জানেন?
    ২য় জন: জানি না, তবে নয়টা  ভাষা জানি। ডুবে গেলে নয়টা ভাষায় সাহায্যের জন্য চিৎকার করতে পারব!