কালিহাতীতে কিআ দল

ছবি: আব্দুল ইলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী আর এস পাইলট উচ্চবিদ্যালয়ে গত ২৩ ফেব্রুয়ারি হাজির হয়েছিল কিশোর আলো দল। কিশোর আলো ও কালিহাতী কিআ বুক ক্লাবের আয়োজনে সেদিন অনুষ্ঠিত হয় লেখালেখিবিষয়ক জমজমাট এক কর্মশালা ও মতবিনিময় সভা। এতে কালিহাতীর বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

কিশোর আলোর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলমের সঞ্চালনায় বেলা আড়াইটায় শুরু হয় বিশেষ এ সভা। সভায় কিশোর আলো নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন কিআর সহকারী সম্পাদক আদনান মুকিত। বই ও ম্যাগাজিন পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন। এ ছাড়া আরও নানা বিষয়ে কথা বলেন সভায় উপস্থিত কিশোর আলোর প্রদায়ক আব্দুল ইলা, জাহিন যাঈমাহ্ কবির, সরদার আকিব লতিফ ও গোলাম মমীত।

ছবি: আব্দুল ইলা

বই, লেখক ও কিশোর আলো নিয়ে নানা আলোচনার ফাঁকে ফাঁকে উপহার তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। সভা শেষে সন্ধ্যায় কালিহাতী বইমেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন।

কিশোর আলো সম্পর্কে তোমার সব প্রশ্ন নিয়ে প্রস্তুত হও এখনই। কিশোর আলো দল শিগগিরই আসছে তোমার জেলাতেও!