কিছু কিছু সমস্যা আছে, যেগুলো ধাপে ধাপে চিন্তা করে সমাধান করা যায় না। ভাবতে হয় ভিন্নভাবে, পরিচিত নিয়মনীতির বাইরে গিয়ে। মাঝেমধ্যে অনেক সমস্যার সমাধান চোখের সামনেই দেখতে পাই আমরা। কিন্তু আসলেই ওই সমাধানটি ঠিক নেই। সব সময় চোখের দেখাই শেষ দেখা নয়। দেখতে হয় অন্যভাবে, ভিন্ন কোনো কোণ থেকে। এটাকেই বলা হয় ‘থিংকিং আউটসাইড অব দ্য বক্স’। চলো, সে রকম কিছু প্রশ্নের উত্তর আজ দেখা যাক।
১. স্থান পরিবর্তন
ধরো, তোমার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। দৌড় প্রতিযোগিতার জন্য নাম লিখিয়েছ তুমি। বাঁশি বাজল। দৌড় শুরু করলে। দৌড়াতে দৌড়াতে দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তিকে অতিক্রম করে গেলে। তাহলে, তুমি এখন কততম স্থানে আছ?
২. বেলুন ফাটাও
তোমার হাতে একটি বেলুন আছে। বেলুনটিকে না ফাটিয়ে ১০টি সুচ ঢোকাতে হবে। বলো তো, এটা কীভাবে সম্ভব?
৩. সম্ভাবনা
তুমি এমন একজন মায়ের সঙ্গে দেখা করলে, যার সঙ্গে দুটি বাচ্চা আছে। সেই মা বললেন, তাঁর দুটি বাচ্চার মধ্যে একটি ছেলে। তাহলে বলো তো, অন্য বাচ্চাটির ছেলে হওয়ার সম্ভাবনা কতটুকু?
৪. বোনের আইন
একজন মা এবং একজন বাবার দুটি মেয়ে আছে। তাঁরা একই বছরের একই মাসের একই দিনে জন্মগ্রহণ করেছে। কিন্তু তাঁরা যমজ নয়। তাহলে তাঁদের দুজনের মধ্যে সম্পর্ক কী?
৫. টাকার ব্যাংক
মনে করো, তোমার কাছে দুটি টাকা রাখার ব্যাংক আছে। একটি ব্যাংকে আছে ছোট আকারের কিছু কয়েন। অন্য ব্যাংকে আছে আগের ব্যাংকে থাকা কয়েনের দ্বিগুণ আকারের কয়েন। ওই কয়েনের মূল্যও আগের কয়েনের দ্বিগুণ। তাহলে কোন ব্যাংকে টাকার পরিমাণ বেশি হবে?
৬. বাচ্চার সংখ্যা
যদি ১০টি বাচ্চা ১০টি কলা ১০ মিনিটে খায়, তাহলে ১০০টি কলা ১০০ মিনিটে খাওয়ার জন্য কতটি বাচ্চা লাগবে?
৭. ডান নাকি বাম
একটি বাঁ হাতের গ্লাভস বা দস্তানাকে আয়নায় দেখলে ডান হাতের দস্তানা মনে হয়। যদিও এটা শুধু আয়নায় দেখা যাবে, বাস্তবে পরিবর্তন হবে না। কিন্তু আয়নায় দেখা ছাড়া অন্য কোনো উপায়ে তুমি দস্তানা পরিবর্তন করতে পারবে?
৮. নিঃসঙ্গ মানুষ
এমন একজন মানুষ ছিল, যে কখনো বাসার বাইরে যায়নি। দুই সপ্তাহ পরপর একজন মানুষ এসে তাঁকে খাদ্য সরবরাহ করত। একদিন রাতে বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়। লোকটি অস্বাভাবিক জ্ঞানবুদ্ধি হারিয়ে ফেলে। ঘরের সব লাইট বন্ধ করে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে, তাঁর এই কর্মকাণ্ডের জন্য কয়েকজন মানুষ মরে পড়ে আছে। বলো তো, কেন এমন হলো?
৯. চুল কাটার হিসাব
একটি সেলুনে দুজন ব্যক্তি পাশাপাশি চুল কাটেন। একজনে ঘণ্টায় তিনজনের চুল কেটে পান ২০০ টাকা। অন্যজন দেড় ঘণ্টায় চারজনের চুল কেটে পান ২৫০ টাকা। তাহলে কে বেশি লাভ করে?
১০. অর্ধেক জুস
নিচের গ্লাসগুলোর মধ্যে তিনটি কমলার রসে ভরা। বাকি তিনটি গ্লাস ফাঁকা। তুমি একটি গ্লাসে স্পর্শ করে গ্লাসগুলো এমনভাবে সাজাতে পারো, যাতে একটি ভরা ও একটি খালি গ্লাস পরপর সাজানো থাকবে। কীভাবে করবে?
১১. ক্ষতির হিসাব
একজন ব্যক্তি গ্রাম থেকে শত টাকা কেজিতে আম কিনে শহরে এসে ৫০ টাকা কেজিতে বিক্রি করেন। এতে তিনি লাখপতি হয়ে যান। কীভাবে?
১২. গোয়েন্দা
পুলিশের কাছে একটি বেনামী ফোন আসে। ফোনে সন্দেহভাজন খুনির ব্যাপারে তথ্য দেয় একজন। পুলিশ তড়িঘড়ি করে সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে যায়। পুলিশ জানে না সে দেখতে কেমন। কিন্তু তাঁর নাম জানে, জন। সে কোন ঘরে আছে সেটাও জানে। পুলিশ ওই ঘরে গিয়ে একজন ডাক্তার, একজন দোকানদার, একজন ঝাড়ুদার ও একজন ফ্যায়ারম্যান দেখতে পায়। কোনো রকম দ্বিধা না করে পুলিশ ফায়ারম্যানকে গ্রেপ্তার করল। বলো তো, পুলিক কীভাবে বুঝল ফ্যায়ারম্যানই সন্দেহভাজন?
১৩. হিমায়িত!
ধরো, তুমি দেশের বাইরে একটি শীতপ্রধান অঞ্চলে ঘুরতে গেছ। পাহাড়ের ওপর একটি জায়গায় থাকার ব্যবস্থা করলে। দুর্ভাগ্যবশত তুমি আটকা পড়েছ সেখানে। এদিকে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। অন্ধকার নেমে আসছে। তোমার ভয় করছে অন্ধকারে। আগুন জ্বালাতে হবে। তোমার কাছে একটি ম্যাচ বাক্স আছে। বাক্সে আছে মাত্র একটি কাঠি। আগুন জ্বালানোর জন্য তুমি নিচের জিনিসগুলো খুঁজে পেলে। তাহলে তুমি প্রথমে কোনটিতে আগুন জ্বালাবে?
একটি মোমবাতি
একটি গ্যাসের বাতি
একটি বায়ুরোধী লণ্ঠন
উদ্ধারকারীদের আকৃষ্ট করার জন্য একটি ফ্লেয়ার গান
১৪. প্লেন ক্র্যাশ
একটি বিমান ঢাকা থেকে কাতারের দিকে রওনা দেয়। কয়েক ঘণ্টা পর ত্রুটি দেখা দেয় বিমানের ইঞ্জিনে। বিমানটি দুবাইয়ের আশপাশে বিধ্বস্ত হয়। তাহলে বলো তো বিমানের যাত্রীদের সমাধি কোথায়?
১৫. গাধা গণনা
কিছু শিশু রাস্তায় পাতা কুড়াচ্ছে। তারা একটি বাড়িতে সাতটি গাধা, অন্যটিতে চারটি গাধা এবং আরও একটি বাড়িতে পাঁচটি গাধা জড়ো করেছে। বাচ্চারা যদি সব কটি গাধাকে একসঙ্গে রাখে, তাহলে তাদের কয়টি গাধা হবে?
১৬. বাড়ি
একজন ব্যক্তি একটি আয়তাকার বাড়ি তৈরি করেছে। বাড়িটি দক্ষিণমুখী। একদিন সকালে সে জানালা দিয়ে একটি ভালুক দেখতে পেল। বলতে পারবে, ভালুকটির গায়ের রং কী?
বুদ্ধির ব্যায়ামের উত্তর
১. স্থান পরিবর্তন
দ্বিতীয় স্থান। কারণ, যে দ্বিতীয় স্থানে ছিল তাঁকে কাটিয়ে তুমি দ্বিতীয় স্থানেই এসেছ। প্রথমজনের জায়গায় প্রথমজনই আছে।
২. বেলুন ফাটাও
একটি চুপসানো বেলুনে সুচ ফুটাতে হবে। তাহলে বেলুনটি ফাটবে না।
৩. সম্ভাবনা
১/২ বা ০.৫
৪. বোনের আইন
আসলে তারা তিন বোন একসঙ্গে জন্মগ্রহণ করেছিল। তাই তারা একই সময়ে জন্মগ্রহণ করেও যমজ নয়।
৫. টাকার ব্যাংক
দুই ব্যাংকে টাকার পরিমাণ একই
৬. বাচ্চার সংখ্যা
১০টি বাচ্চা লাগবে।
৭. ডান নাকি বাম
গ্লাভস বা দস্তানাটি ভেতর থেকে বাইরের দিকে উল্টে দাও।
৮. নিঃসঙ্গ মানুষ
কারণ, মানুষটি লাইটহাউসে (বাতিঘরে) বাস করত। বাংলাদেশে লাইটহাউস দেখা যায় না। বিদেশে আছে।
৯. চুল কাটার হিসাব
প্রথমজন বেশি লাভ করে। তিনজনে ২০০ টাকা দিলে গড়ে পায় প্রায় ৬৬ টাকা। মিনিটে তাঁর ইনকাম এক টাকার কিছুটা বেশি। অন্যদিকে দ্বিতীয়জনের গড় টাকা প্রায় ৬২ টাকা। মিনিটে ইনকাম এক টাকারও কম। চাইলে তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে সঠিক মান করতে পারো।
১০. অর্ধেক জুস
দ্বিতীয় ক্লাসের জুস পঞ্চম গ্লাসে ঢেলে দিতে হবে। তাহলে গ্লাসগুলো ভরা ও খালি পর্যায়ক্রমে সাজানো হয়ে যাবে।
১১. ক্ষতির হিসাব
তিনি ব্যবসা শুরু করার আগে কোটিপতি ছিলেন। ব্যবসা করে লস খেয়ে হয়ে যান লাখপতি।
১২. গোয়েন্দা
ঝাড়ুদার, দোকানদার এবং ডাক্তার—তিনজনই ছিল নারী। পুলিশ আগে থেকেই জানত সন্দেহভাজন ব্যক্তির নাম জন। অর্থাৎ পুরুষ। তা ছাড়া ফ্যায়ারম্যানের কাজ শুধু পুরুষরাই করে। নারী–পুরুষ উভয়ই করে ফায়ারফাইটারের কাজ।
১৩. হিমায়িত!
ম্যাচের কাঠিটি আগে জ্বালাতে হবে।
১৪. প্লেন ক্র্যাশ
কোনো জায়গাতেই কবর নেই। কারণ, তাঁরা এখনো জীবিত।
১৫. গাধা গণনা
একগাদা গাধা হবে
১৬. বাড়ি
যেহেতু বাড়িটি দক্ষিণমুখী, সেহেতু বাড়িটি নিশ্চয়ই উত্তর মেরুতে ছিল। আর সেখানে পাওয়া যায় সাদা পোলার ভালুক। তাহলে নিশ্চয়ই ভালুকটির গায়ের রং সাদা হবে।