অলংকরণ: আপন জোয়ার্দার

কিছুদিন আগের কাহিনি। সেদিন সকালে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় স্কুলে যাইনি। সন্ধ্যাবেলায় আমার টিউটর এলেন। টিউটর যাওয়ার পর বাবা একটা কলা আমার হাতে দিয়ে বলল, ‘নে, খা।’ পরে খাব ভেবে ছোট টেবিলের ওপর রাখলাম কলাটা। পরে আমি নিজেই ভুলে গেলাম। তারপর বাবার সঙ্গে পড়তে বসার পর মনে পড়ল কলার কথা। খেতে গিয়ে দেখি কলা সেই জাগায় নেই। হঠাৎ একটা কলা উধাও হয়ে যাবে! কথাটা মাকে বলতেই সারা বাড়িতে হই হই পড়ে গেল। সবাই মিলে কলা খুঁজতে শুরু করল। কিন্তু কলার কোনো খোঁজ নেই। অনেক খোঁজার পরও যখন আর পাওয়া গেল না, তখন ধরা হলো দিদিকে। বাবা বলল, দিদির সামনে থেকে কলা উধাও হয়ে যায় আর দিদির কোনো হুঁশ নেই। আর দিদি বলল, ওখানে কোনো কলাই দেখেনি ও। শেষমেশ ওই কলা না পেয়ে নতুন কলা খেলাম। পরদিন দেখা গেল, কলা রয়েছে বুকশেলফের মধ্যে!