কিশোর আলো পাঠকের মনন বিকশিত করে

১০ বছর পূর্ণ করল শিশু–কিশোরদের প্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলো (কিআ)। নানা ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে শিশু–কিশোরদের সারা মাস সম্পৃক্ত রাখে ম্যাগাজিনটি। শিশু-কিশোরেরা এখানে গল্প, ছড়া, ফিচার লেখে। কেউ আঁকে ছবি, কার্টুন। গান, নাচ, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও তারা নিয়মিত অংশ নেয়।

২০১৩ সালের ১ অক্টোবর কিশোর আলোর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। প্রকাশের পরই দেশজুড়ে পড়ে যায় হইচই। সেই শুরু। ‘আমার পৃথিবী অনেক বড়’ স্লোগান সঙ্গে করে কিশোর আলো পুরো উদ্যমে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকেনি কিআর সেসব কর্মকাণ্ড; বরং ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে গেছে এসব উদ্যোগ। কাগজের পাতা থেকে অনলাইনে নিয়মিত লেখা প্রকাশ করে চলেছে।

এভাবে দেশজুড়ে একে একে গড়ে উঠেছে কিশোর আলোর ৫৫টি বুক ক্লাব, যেখানে কিআর পাঠকেরা নিজেদের মধ্যে বই পড়া, বই আদান-প্রদান, লেখালেখি ছাড়াও আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম। অন্যদিকে আলোকচিত্র ও চলচ্চিত্র নিয়ে নিয়মিত কাজ করছে কিশোর আলো ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। এর সদস্যরা তৈরি করছে চমৎকার সব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ক্যামেরার লেন্সে বন্দী করছে দারুণ সব ছবি। বিভিন্ন কর্মশালা, তারকা ও গুণীজনের সঙ্গে আড্ডাসহ আরও অনেক রকম নিয়মিত আয়োজন রয়েছে কিআর। কিশোর আলো হয়ে উঠেছে কিশোরদের অন্য রকম এক পরিবার, প্ল্যাটফর্ম।

মজার গল্প, উপন্যাস, কমিকস থেকে শুরু করে ভাষা, বিজ্ঞান, গণিত, লেখালেখি, ক্যারিয়ার, ছবি আঁকা, অ্যাডভেঞ্চার, কুইজ, অরিগ্যামি—নানা রকম বিভাগ দিয়ে জমজমাট থাকে কিশোর আলোর প্রতিটি সংখ্যা। যেগুলোতে লেখেন শিশু-কিশোরদের প্রিয় লেখকেরা।

দেশসেরা লেখক, কার্টুনিস্ট, বিজ্ঞানী, শিল্পী—সব ক্ষেত্রের সফল ও গুণী মানুষের সান্নিধ্য পেয়ে কিআর পাঠকেরা যেন নিজেদের মননকে বিকশিত করার সুযোগ পায়, সে ব্যাপারে সব সময় সজাগ থাকে কিশোর আলো

দশম বর্ষপূর্তির এই সময়ে কিআপ্রেমীদের সঙ্গেই আছে কিআ। ‘সূর্য হয়ে ওঠো ইচ্ছেমতো ছোটো’ স্লোগান নিয়ে এবার থাকছে নানা রকম শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন। আজ বিকেল চারটায় কিশোর আলো দপ্তরে কিআর পাঠক ও স্বেচ্ছাসেবকেরা কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক, জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, ‘সাদা সাদা কালা কালা’ গানের কণ্ঠশিল্পী এরফান মৃধা শিবলুসহ গুণীজনেরা।

অনুষ্ঠানের জন্য এরই মধ্যে নিবন্ধন করা শিশু–কিশোরেরা এতে অংশ নিতে পারবে। এ ছাড়া দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ অক্টোবর আয়োজিত হবে জমজমাট অনুষ্ঠান। অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ও অংশগ্রহণের নিয়মাবলি জানা যাবে কিশোর আলোর ওয়েবসাইট ও ফেসবুক পাতায়।