লেজার রশ্মিতে চার্জ হবে স্মার্টফোন

দক্ষিণ কোরিয়ার সেজং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তারবিহীন চার্জের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। সম্প্রতি তাঁরা ইনফ্রারেড লেজার রশ্মি ব্যবহার করে ৯৮ ফুট দূরের যন্ত্র চার্জ করতে সক্ষম হয়েছেন। এ প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে মুঠোফোন ও বিভিন্ন স্মার্টযন্ত্র চার্জ দেওয়া যাবে। গবেষকেরা বলছেন, তাঁদের উদ্ভাবিত ইনফ্রারেড লেজার-পদ্ধতিতে ৪০০ মেগাওয়াট আলোকশক্তি ৩০ মিটার দূরত্ব পর্যন্ত পৌঁছানো গেছে। এই আলোকশক্তি ছোট ছোট সেন্সরে চার্জ করার জন্য উপযুক্ত। গবেষকেরা পরীক্ষার সময় আলোক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করেন। পরবর্তী সময় এ প্রযুক্তির উন্নয়ন করে মুঠোফোনেও ব্যবহার করা যাবে। এই লেজারের তরঙ্গের দৈর্ঘ্য ১ হাজার ৫৫০ ন্যানোমিটার। অর্থাৎ, এটি মানুষের চোখ বা ত্বকের কোনো ক্ষতি করে না।